ইন্টারনেটের প্রসারের সাথে সাথে সোশ্যাল মিডিয়া, ইউটিউব ইত্যাদির মাধ্যমে স্বাস্থ্য, চিকিৎসাসংক্রান্ত নানান তথ্য ছড়িয়ে পড়ছে। এক দিকে বাংলায় কনটেন্ট (আধেয়) কম। তার উপর রয়েছে ভুল, মিথ্যা তথ্যের ছড়াছড়ি। এর মধ্য থেকে সঠিক কথাটা বের করে নেয়াটা কঠিন। এক্ষেত্রেও দেশের চিকিৎসকরা এগিয়ে এসেছেন। তারা চিকিৎসাসংক্রান্ত নানান তথ্য, এবং তার সাথে রোগী ও চিকিৎসকদের কথা লিখেছেন।
আগামী কর্মসূচী
বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার সমূহের মধ্যে বিদ্যমান সীমাহীন বৈষম্য দূর করে জনকল্যাণমুখী সিভিল সার্ভিস প্রতিষ্ঠার জন্য আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ নিরলস কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ আগামী ০৩ জানুয়ারি ২০২৫, সকাল ৯ঃ৩০ ঘটিকায় কৃষিবিদ ইনস্টিটিউশন (কে আই বি) বাংলাদেশ, মিলনায়তনে “জনবান্ধব সিভিল সার্ভিস বিনির্মানে করণীয়ঃ প্রেক্ষিত বাংলাদেশ” শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আহুত এই কর্মসুচি সফলভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে বিসিএস হেলথ ক্যাডার এসোসিয়েশন সম্পৃক্ত সকলকে উপস্থিত থেকে অংশগ্রহণ করার অনুরোধ করছে।